হাতে যখন তোমার হাথ,
চোখে চোখ মিলিয়ে কবে,
মুচকি হাসবে তুমি?
বল তো প্রিয়ে কবে মোকে ভালবাসবে তুমি?
মাথার চুলে নারকোল তেল,
গালে হাথে ভিকো ক্রীম,
কবে মাখিয়ে দেবে-গো তুমি?
বল তো প্রিয়ে কবে মোকে ভালবাসবে তুমি?
ডালে কখনো বেশি নুন,
কখনো ভাত-টি পোড়া,
দেখে চেখে জীভ কাটবে তুমি,
বল তো প্রিয়ে কবে মোকে ভালবাসবে তুমি?
শুয়ে আছ আজ নিঃশব্দে,
জ্বলে ধূনো, ধূপ চন্দন,
চোখ খুলে কবে আবার হাসবে তুমি?
বল তো প্রিয়ে কবে মোকে ভালবাসবে তুমি?
Aucun commentaire:
Enregistrer un commentaire