lundi 2 juin 2014

ভালোবাশা তুমি





ভালোবাশা তুমি ফেনা ভাত,
গলা মাখন্, আলূভাজা,
পাতে কিছু নুন
কোনায় আচার|

ভালোবাশা তুমি আলুর চচ্চডি
আলূর দম্, লূচি তরকারি,
খাস্তা কচুরি
গরম্ খিচুডি|

ভালোবাশা তুমি তেলেভাজা,
গরম্ রসগোল্লা,
ছানার্ সন্দেশ্
নলেন গুডের পায়েশ |

ভালোবাশা তুমি নতুন বই
বই এর পাতার সুগন্ধ,
তুমি বব্রিশ্টি ভেজা মাটি,
মাটিতে সবুজ ঘাস |

ভালোবাশা তুমি আল্হাদ
আমোদ,বিনোদ,প্রমোদ,
তুমি মুচকি হাসি,
চুম্বন্,খুনসুটি,চিমটি কাটা,
তুমি চোখের ইশারা,
তর্জনির ডাক|

ভালবাশা তুমি পাহাডেড ডাক,
উন্মাদনা, হ্রিদযের ঢাক,
ওষ্ঠের্ কম্পন,
প্রেমের্ নাচন কোদন|

ভালবাশা তুমি চোখের জল,
তুমি রজনিগন্ধা,
গোলাপের পাতা,
সে সুগন্ধের আডালে,
লুকিয়ে আছ
ভালবাশা তুমি |‌

Nisha